top of page
Search
  • mojahid15ais

Proforma Invoice (PI) I Indent কাকে বলে?

Proforma Invoice (PI): Proforma Invoice হলো প্রাথমিক বিল যা পণ্য সরবরাহ/রপ্তানি করার পূর্বে আমদানিকারক এবং রপ্তানিকারক এর মধ্যে নির্দিষ্ট কোন পণ্য Quantity, Unit Price, Payment Terms, Delivery Terms, Country of Origin ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে একমত হয়ে অর্থ লেনদেন এর বিনিময়ে রপ্তানি কারক যে চালান তৈরি করে আমদানি এর নিকট পাঠিয়ে দেয়, পণ্য সরবরাহ বা রপ্তানির জন্য সেই চালান কে Proforma Invoice (PI) বলে।



Indent: Indent হলো প্রাথমিক বিল যা পণ্য সরবরাহ/রপ্তানি করার পূর্বে আমদানিকারক এর দেশে রপ্তানিকারক এর মনোনীত (Nominated) কোন প্রতিষ্ঠান আমদানি কারকের সাথে রপ্তানি কারককের নির্দিষ্ট কোন পণ্য Quantity, Unit Price, Payment Terms, Delivery Terms, Country of Origin ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে একমত হয়ে অর্থ লেনদেন এর বিনিময়ে নিজেদের প্রতিষ্ঠানের লেটারহেড পেডে রপ্তানি কারক এর পক্ষে যে চালান তৈরি করে আমদানি এর নিকট পাঠিয়ে দেয় পণ্য সরবরাহ বা রপ্তানির জন্য সেই চালান কে Indent বলে।



Proforma Invoice (PI) তৈরিঃ

একটি Proforma Invoice (PI) তৈরির করতে নিন্মবিষয় গুলি অন্তর্ভুক্ত করতে হবেঃ

1. Exporter Name, address and Bin /Vat No.

2. Exporter’s Bank Name, address and SWIFT Code.

3. Importer Name and Address

4. PI No. and Date

5. Payment Terms

6. Delivery Terms

7. Country of Origin

8. Port of Loading

9. Port of Discharge

10. Ship Mode

11. Shipment and Expiry date

12. Goods Name

13. Goods Description

14. H.S. Code

15. Quantity

16. Unite price

17. Total Amount

18. এবং অন্যান্য শর্ত যদি থাকে


Indent এর ক্ষেত্রে রপ্তানি কারককের মনোনীত (Nominated) প্রতিষ্ঠানের লেটারহেড পেডে স্বাক্ষরিত উপরের বিষয়গুলো অন্তভুকত থাকবে।


উৎসঃ মিজানুর রহমান, Commercial Association of Bangladesh (CAB)


2,574 views1 comment

1 Comment


Mahima Afroz
Mahima Afroz
Jul 03, 2023

Thanks for this valuable information.

Like
bottom of page